হৃদয়ের বিষ্ফোরক সেঞ্চুরিতে কুমিল্লার রোমাঞ্চকর জয়

শুভদিন অনলাইন রিপোর্টার:

১৭৬ রান তাড়া করতে নেমে ২৩ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফিরে যান লিটন কুমার দাস, উইল জ্যাকস ও ইমরুল কায়েস। তবে এরপর ব্যাট হাতে ঢাল হয়ে দাড়াম তাওহীদ হৃদয়। তার বিষ্ফোরক সেঞ্চুরিতে ঢাকাকে ৫ উইকেটে হারায় ঢাকা।
৩২ বলে ফিফটি পূর্ণ করেন হৃদয়। ফিফটির যেন আরও ভয়ঙ্কর ওঠেন তিনি। সেঞ্চুরি পূর্ণ করতে খেলেন মাত্র ২১ বল। ৫৩তম বলে সেঞ্চুরি পূর্ণ করে একটা লাফ দেন হৃদয়, এরপর দেন সেজদাহ। প্রতিপক্ষ দলের খেলোয়াড়রা এসে অভিনন্দন জানান তাকে। শেষ পর্যন্ত হৃদয়ের ব্যাট থেকে আসে ৫৭ বলে ১০৮ রান। যেখানে ছিল ৮ চার ও ৭ ছক্কা।
চলতি বিপিএলে এটাই প্রথম সেঞ্চুরি। একই সঙ্গে স্বীকৃত টি-টোয়েন্টিতেও হৃদয়ের এটাই প্রথম সেঞ্চুরি।
নাঈম-সাইফের ঝড়ো ব্যাটিংয়ে ঢাকার ১৭৫
শুরুতে নাঈম শেখ ও সাইফ হাসান মিলে ঝড় তুললেন। তাতে তৈরি হলো ঢাকার বড় সংগ্রহের মঞ্চ। এরপর শেষদিকে অ্যালেক্স রস ও মেহেরাবের ক্যামিওতে ১৭৫ রানের পুঁজি পায় দুর্দান্ত ঢাকা। ৪৫ বলে ৯ চার ও ১ ছক্কায় ৬৪ রান করেন নাঈম শেখ। সাইফ হাসানের ব্যাট থেকে আসে ৪২ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৫৭ রান। এছাড়া ১১ বলে ২১ রান করেন রস আর মেহেরাব করেন ৭ বলে ১১ রান। কুমিল্লার হয়ে ৩ উইকেট নেন ম্যাথিউ ফোর্ড।

Related posts

Leave a Comment