বংশের খাঁচায়

-কাজী মোঃ হাসান
স্ফটিক স্বচ্ছতায় কবরের প্রাচীর ঠেলে
জ্বলে ওঠে লাশের চোখ- এ যেন
বংশের ঐতিহ্যে খানদানী জলুস
হীরকে পাথর কাটে মাথার ওপর
আকাশে ওড়ে গৌরব গাঁথা বাতাবি
লেবুর পাতায় পাতায় রাজহংস ঝোলে,
মাঝে মাঝে বজ্রপাতে চৌচির হয়
বেলের খোলস! তারপরও দাম্ভিকতা,
অহংকার, সম্পদের লোভ জেঁকে বসে
মগজের ভেতর।
আমিও কী এর বাইরের কেউ? এখনো
ঘুর্ণিঝড়ের মতো হঠাৎ হঠাৎ প্রয়াত
পূর্ব পুরুষের রক্ত কামড় মারে লৌহ কণিকায়
সুবেশী ভদ্র শরীরে জাগে হিংস্র
পশুর মতো চণ্ডাল আচরণ। ভয়ে মৃতরাও
কাঁপে, গাঙচিলের আর্তনাদে শুনি
সমুদ্রের গর্জন, দোলে ইথারের দেয়াল
ধাক্কা খেয়ে নিঃশব্দে ঝরে পড়ে
আকাশের তারা-
অমঙ্গল হুঁশিয়ারী নিশ্চয়।
এরপরও বোধদয়ে অমলিন বংশের দাপট
প্রতিনিয়ত আমার জন্য ছুড়ে দেয়
ময়ুর সিংহাসন আর রক্তে তখন
ইয়াজিদের উত্তরসূুরি হাসে-
বংশের খাঁচায়।

Related posts

Leave a Comment