বিএনপির নেতা মোশাররফকে সিঙ্গাপুরে নেয়া হচ্ছে

শুভদিন অনলাইন রিপোর্টার:
এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে উন্নত চিকিৎসার জন্য আবারো সিঙ্গাপুরে নেয়ার প্রক্রিয়া চলছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, খন্দকার মোশাররফ হোসেন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা সঙ্কটপন্ন। উন্নত চিকিৎসার জন্য আগামী সপ্তাহে সিঙ্গাপুর নেয়া হবে।

জানা গেছে, গত বছরের ১৭ জুন রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে খন্দকার মোশাররফ হোসেনকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকার পর ২৪ জুন খন্দকার মোশাররফকে হাসপাতাল থেকে বাসায় নেয়া হয়। কিন্তু পুরোপুরি সুস্থ না হওয়ায় ২৭ জুন তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়া হয়। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দুই মাস ১০ দিন পর ৫ সেপ্টেম্বর ঢাকায় ফেরেন। এরপর ৫ ডিসেম্বর তাকে আবারো রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

Related posts

Leave a Comment