চাকরিতে ক্যাডারের মধ্যে বৈষম্য শূন্যে আনতে পদক্ষেপ নেওয়া হবে: জনপ্রশাসন মন্ত্রী

শুভদিন অনলাইন রিপোর্টার:
জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সরকারি চাকরিতে ক্যাডার বৈষম্যের বিষয়গুলো ইতোমধ্যে যথার্থভাবে দেখার চেষ্টা করা হয়েছে। সামনের দিনে এগুলো নিয়ে কাজ করার সুযোগ থাকবে। সরকারি চাকরিতে বিভিন্ন ক্যাডারের মধ্যে বৈষম্য শূন্যে আনার বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
আজ রোববার সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। জনপ্রশাসন প্রতিমন্ত্রী থেকে পদোন্নতি পেয়ে নতুন মন্ত্রিসভায় জনপ্রশাসন মন্ত্রী হয়েছেন। আজ ছিল মন্ত্রী হিসেবে তাঁর প্রথম কার্যদিবস।
সরকারের নতুন মেয়াদে কর্মসংস্থানের ওপর বেশি জোর থাকবে জানিয়েছেন ফরহাদ হোসেন। তিনি বলেন, এ জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সর্বাত্মক চেষ্টা থাকবে।

Related posts

Leave a Comment