রাশিয়া আইএস’র লক্ষ্য হতে পারে না: পুতিন

শুভদিন অনলাইন রিপোর্টার:

রাশিয়া আইএসকে (ইসলামিক স্টেটস খোরাসান) এর সন্ত্রাসী হামলার লক্ষ্য হতে পারে না। প্রায় দুই সপ্তাহ আগে মস্কোর একটি কনসার্ট হলে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ১৪৪ জন নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্র দাবি করেছিল হামলাটির সাথে আইএসকে জড়িত। তার প্রেক্ষিতে বৃহস্পতিবার এ মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
টেলিভিশনে দেয়া মন্তব্যে পুতিন বলেন, ‘আমাদের বিশ্বাস করার সব কারণ আছে যে মস্কোতে যারা রক্তক্ষয়ী, ভয়ঙ্কর সন্ত্রাসী কর্মকাণ্ডের নির্দেশ দিয়েছিল তাদের মূল লক্ষ্য ছিল আমাদের ঐক্যকে ক্ষতিগ্রস্ত করা।’
তিনি বলেন, ‘এখানে অন্য কোন লক্ষ্য দৃশ্যমান নেই, কোনটি নেই, কারণ রাশিয়া আইএসকে দ্বারা সন্ত্রাসী হামলার লক্ষ্য হতে পারে না। আমরা এমন একটি দেশ যা আন্তঃধর্মীয় এবং আন্তঃজাতিগত ঐক্যের আন্তঃধর্মীয় সম্প্রীতি ও ঐক্যের অনন্য উদাহরণ প্রদর্শন করে।’
রাশিয়া বারবার বলেছে যে, হামলাটি ইউক্রেন দ্বারা নির্দেশিত হয়েছিল, যদিও এই দাবির সমর্থনে প্রমাণ সরবরাহ করেনি। ইউক্রেন জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র – যারা রাশিয়াকে আসন্ন হামলার আগে সতর্ক করেছিল – বলেছে মস্কোর দাবি ভিত্তিহীন। সূত্র: রয়টার্স।

Related posts

Leave a Comment