এক সপ্তাহে একই প্রতিষ্ঠানের ১০ ছবি সেন্সরে

শুভদিন অনলাইন রিপোর্টার:

প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার একসঙ্গে ১০ ছবি জমা পড়েছে সেন্সর বোর্ডে। ছবিগুলো হলো রায়হান মুজিবের ‘চাঁদনী’, নিরঞ্জন বিশ্বাসের ‘আপন পর’, কমল সরকারের ‘কন্ট্রাক্ট ম্যারেজ’, মির্জা সাখাওয়াত্ হোসাইনের ‘অপুর বসন্ত’, জাফর আল মামুনের ‘এক পশলা বৃষ্টি’, জসিম উদ্দিন জাকিরের ‘কলিজাতে দাগ লেগেছে’, চন্দন চৌধুরীর ‘২৪.৩-এর রাত’, রাজু চৌধুরীর ‘জ্বলছি আমি’, জেসমিন আক্তার নদীর ‘চৈত্র দুপুর’ ও মিজানুর রহমান লাবুর ‘পরী তোমার জন্য’।
ছবিগুলোতে অভিনয় করেছেন সাঈফ খান, কায়েস আরজু, ফারজানা রিক্তা, সাঞ্জু জন, বিপাশা কবির, দেশ, আমান রেজা, ফারিন খান, মৌ খানসহ আরো অনেকে।
বাংলাদেশে এর আগে কখনো এক সপ্তাহে এক প্রযোজনা প্রতিষ্ঠানের এতগুলো ছবি সেন্সরে জমা পড়েনি বলে জানান ছবিগুলোর নির্বাহী প্রযোজক অপূর্ব রায়।
তিনি বলেন, ‘আমরা চলচ্চিত্রের শিল্পীদের কাজের সুযোগ করে দিচ্ছি। শুরুতে আমরা ছবিগুলোর বাজেট ২০ লাখ টাকা ধরলেও বেশির ভাগ ছবিই ৩০ লাখের ওপরে ব্যয় হয়েছে। কোনো কোনো ছবি ৪০ লাখও ছাড়িয়েছে। আগামীতেও আমরা নিয়মিত ছবি নির্মাণ করতে চাই। শিল্পী ও নির্মাতারা সুযোগ দিলে বছরে অন্তত ৩০টা ছবি নির্মিত হবে শাপলা মিডিয়া থেকে। ’

Related posts

Leave a Comment