ঠাকুরগাঁওয়ে ডেভেলপমেন্ট কাপ ফুটবল বাছাই ও মাসব্যাপী প্রশিক্ষণের অনুশীলন

মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে ডেভেলপমেন্ট কাপ ফুটবল অনূর্দ্ধ-১৫ বাছাই প্রতিযোগিতা ও মাসব্যাপী প্রশিক্ষণের অনুশীলন চলছে। বৃহস্পতিবার বিকালে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে দেখা যায় নিয়মিত খেলোয়াড়দের অনুশীলন চলছে।
ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২৩-২৪ এর আওতায় ও ঠাকুরগাঁও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী এ প্রশিক্ষণ চলছে। খেলোয়াড়দের খোঁজ-খবর নিতে ও অনুশীলন দেখতে মাঠে আসেন জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ফুটবলার এটিএম মনিরুল হুদা হেলাল, ঠাকুরগাঁও হোমিওপ্যাথী চিকিৎসা গবেষনা কেন্দ্রের পরিচালক ডাঃ মোঃ কামাল হোসেন, ফুটবল কোচ খায়রুল বাশার, জেলার অপর কোচ মোঃ কায়েস ইসলাম সবুজ, ক্রীড়া ব্যক্তিত্ব মোঃ বাবুসহ জেলা ক্রীড়া অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও অংশগ্রহনকারী খুদে খেলোয়াড়েরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জেলার ৫টি উপজেলা ও সকল থানা হতে প্রায় শতাধিক ফুটবলার প্রশিক্ষণে অংশ নিচ্ছে। উল্লেখিত খেলোয়াড়দের মাসব্যাপী প্রশিক্ষণ শেষে ২৪ জনের মধ্যে ৫ জন খেলোয়াড় রংপুরে বিভাগীয় পর্যায়ে যাওয়ার সুযোগ পাবেন। গত পহেলা জানুয়ারি এ প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করা হয়।

Related posts

Leave a Comment