ঠাকুরগাঁওয়ে নদীতে নিখোঁজ হওয়া স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার

মোঃশফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের দক্ষিন বঠিনা (ঘাটপাড়া) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তৈলক্ষ্য বর্মন (৪৫) এর মরদেহ উদ্ধার করা হয়। ৪ আগস্ট বৃহস্পতিবার নিখোঁজের ২২ ঘন্টা পর ঘটনাস্থল থেকে ৭ কিলোমিটার দূরে তার মরদেহ ভেসে উঠে।
জানা যায়, গত বুধবার বিকালে বিদ্যালয় ছুটির পর তৈলক্ষ্য বর্মন নৌকায় টাঙ্গন নদীর ফাড়াবাড়ি ঘাট পার হওয়ার সময় পরে গিয়ে নিখোঁজ হন। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে রংপুর থেকে ডুবুরী টিমকে তলব করা হয়। পরে ফায়ার সার্ভিস ও ডুবুরি টিমের সদস্যরাও তার সন্ধ্যানে অভিযান চালায়। অবশেষে বৃহস্পতিবার ঘটনাস্থল থেকে ৭ কিলোমিটার দুরে আকচা কাজীপাড়া এলাকায় তার মরদেহ নদীতে ভেসে থাকতে দেখে এলাকাবাসী। বিষয়টি পুলিশকে জানালে তৈলক্ষ্য বর্মনের মরদেহ উদ্ধার করা হয়। তিনি আকচা ফাড়াবাড়ি এলাকার মালিপাড়া গ্রামের মৃত ভুবেন্দ্র বর্মনের ছেলে।
ঠাকুরগাঁও সদর থানার এসআই হাফিজ জানান আইনী প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার বর্মনের উপস্থিতিতে তার মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

Related posts

Leave a Comment